সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপের তিন দেশে, মাসে দেবে ১ লাখ ৭৬ হাজার

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপের একটি মর্যাদাপূর্ণ উচ্চতর শিক্ষা প্রোগ্রাম। ইউরোপের নামকরা সব বিশ্ববিদ্যালয় থেকে সম্মিলিতভাবে এ স্কলারশিপ প্রদান করা হয়। ইউরোপীয় কমিশন বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনে এক বিশেষ সুযোগ সৃষ্টি করে।

প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। এটি এমন একটি স্কলারশিপ, যা ইউরোপের শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়। 

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এডুকেশন, মাইগ্রেশন অ্যান্ড ডাইভারসিটি (EDU_MIG) প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ফুল-ফান্ডেড এ স্কলারশিপে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে চার সেমিস্টারে ইউরোপের তিনটি দেশে অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

Erusm

সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন ও জীবিকা নির্বাহে মাসে দেবে ১ হাজার ৪০০ ইউরো (১ লাখ ৭৬ হাজার ৪৮৪ টাকা); 

*স্বাস্থ্য বিমা প্রদান করবে; 

অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়—

ইউনিভার্সিটি অব এডুকেশন Schwäbisch Gmünd (জার্মানি), ইউনিভার্সিটি অব গাভলে (সুইডেন) ও ইউনিভার্সিটি অব ক্যালাব্রিয়া (ইতালি)। 

আবেদনের যোগ্যতা—

বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের  জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের সোশ্যাল সায়েন্সেস, হিস্ট্রি, কালচারাল স্টাডিজ, এডুকেশনাল সায়েন্সেস, অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিকস, ব্যাচেলর ইন টিচার এডুকেশন
বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ