জবি শিক্ষার্থীদের বিষয়ে যা বললেন—ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সমস্যা সমাধানসহ তাদের জন্য সুবিধা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি। আজ রবিবার (৪ মে) জবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন জবির উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সাক্ষাৎকালে বাজেট বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা ও ভাতা বৃদ্ধি, এবং সার্বিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির ওপর আলোচনা করা হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইউজিসি সম্ভাব্য সবকিছু করবে। শিক্ষার্থীরা আছে বলেই আমরা আছি। তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শুধু অবকাঠামোগত নয়, মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গিই বেশি জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষার্থী বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের চাহিদা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’