টি-টোয়েন্টি দলে শান্ত থাকলেও কেন মিরাজ নেই, জানাল বিসিবি
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই দুটি সিরিজের স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্ট পর্যন্ত উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আর অলরাউন্ডার শেখ মেহেদী হাসান তার ডেপুটি হিসেবে থাকছেন।
গেল বছরই অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। ওই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন। উইকেটকিপার এই ব্যাটারের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার লিটনকে স্থায়ীভাবে নেতৃত্বের ভার দেওয়া হলো।
এদিকে লিটন দায়িত্ব পাওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত লেখেন, 'অভিনন্দন লিটন (ভাই)। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে, বাংলাদেশ দল।'
অন্যদিকে পারফরম্যান্স বিবেচনায় শান্তকে স্কোয়াডে রাখা নিয়েও নানান প্রশ্ন উঠেছে। সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই শান্তর। আর স্ট্রাইক রেটও ১১০-এর নিচে। বিশ্বকাপ থেকে শুরু করে ঘরোয়া টুর্নামেন্ট সব জায়গাতেই ব্যর্থতার বৃত্তে আটকে রয়েছেন টপ-অর্ডার এই ব্যাটার। এছাড়া বিপিএলে নিয়মিত একাদশেও জায়গা পাননি তিনি। এরপরও ঘোষিত দলে তাকে রাখা হয়েছে।
এ নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক। অভিজ্ঞতা তো দলের জন্য গুরুত্বপূর্ণ। ওপরে সৌম্য আছেন, যিনি প্রায় ৯০টি ম্যাচ খেলেছেন। লিটনও আছে। এরপর শান্তর মতো অভিজ্ঞ কেউ দরকার। ওর ম্যাচ সংখ্যা ৪০-এর কাছাকাছি। তাই কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলে রাখতেই হয়।’
তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেও জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের।
এ নিয়ে লিপু বলেন, ‘মিরাজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন, বিশেষ করে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে। বিশ্ব র্যাঙ্কিংয়ে তার অবস্থানও তা প্রমাণ করে। তবে আমরা বিশ্বকাপকে সামনে রেখে একটু পিছিয়ে রেখেছিলাম ওকে। টি-টোয়েন্টিতে যেখানে প্রত্যেক বোলারকে ৪ ওভার করতে হয়, সেখানে শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছে।’