ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, স্নাতকধারী হলেই আবেদন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ AM

বিদেশে উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস শিক্ষার্থীদের অন্যতম পছন্দের একটি দেশ। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি জার্মানি ও বেলজিয়ামের মতো গুরুত্বপূর্ণ দেশের প্রতিবেশী, যা একাধিক কাজ ও ভ্রমণের সুযোগ করে দেয়। আধুনিক ও উদ্ভাবনী এই দেশে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা কেবল উন্নত শিক্ষাব্যবস্থার সুবিধাই পান না, বরং পাশের দেশগুলোর চাকরির বাজারেও প্রবেশের সুযোগ পান।
কেমন হবে যদি আপনি ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ পান?
নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে । ‘আমস্টারডাম মেরিট স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী জানুয়ারি-মে (বার্ষিক)। অনুষদ ভেদে আবেদনের সময়সীমা ভিন্ন।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয় (University of Amsterdam, UvA) নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় এবং ইউরোপের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। এটি ১৬৩২ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে বিশ্বজুড়ে গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে এর একটি বিশেষ স্থান রয়েছে। আমস্টারডামে দুটি সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় আছে। একটি হল আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং অপরটি আমস্টারডাম মুক্ত বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি প্রদান করবে;
*জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ প্রদান করবে;
*অনুষদের ওপর নির্ভর করে বৃত্তির পরিমাণ €২,০০০ থেকে €২৫,০০০ পর্যন্ত হতে পারে;
*এক বছরের জন্য স্কলারশিপ দেওয়া হয়। তবে স্নাতকোত্তর প্রোগ্রামের দ্বিতীয় বছরের জন্য বাড়ানোর সুযোগ দিয়ে থাকে;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রীধারী হতে হবে;
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে (সিজিপিএ ৩.৫ বা বেশি হতে হবে);
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
তবে অনুষদের ভিন্নতায় মানদণ্ড ভিন্ন হতে পারে। আবেদনকারীকে ফ্যাকাল্টি বা গ্র্যাজুয়েট স্কুলের ওয়েবসাইটগুলোতে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজনীয়তা, নির্বাচনের মানদণ্ড এবং আবেদনের নির্দেশাবলি দেখে নিতে হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন, আইইএলটিএসে ৬.৫ হলেই আবেদন
প্রয়োজনীয় নথিপত্র—
*একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট;
*মোটিভেশন লেটার (সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে হতে হবে);
*ইংরেজি দক্ষতার প্রমাণ (আইইএলটিএস: ৭, টোফেল: ১০০);
*আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
আবেদনপদ্ধতি—
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং আবেদন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।