বরগুনায় ধর্ষণের শিকার সেই শিশুর পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন 

শিশুটির পরিবারের নিরাপত্তায় বাড়িতে পুলিশ মোতায়েন
শিশুটির পরিবারের নিরাপত্তায় বাড়িতে পুলিশ মোতায়েন

বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হত্যা করা হয়েছে। এ অবস্থায় সেই শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে আদালতের নির্দেশে শিশুটির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছ, মঙ্গলবার হাইকোর্টের আদেশের পর থেকে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার জন্য একজন এএসআইয়ের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাদের বাড়িতে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন তিন পালায় বাড়িটিতে দায়িত্ব পালন করবে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় মন্দির সভাপতি বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশে নিহতের বাড়িতে পুলিশ সুপার মহোদয় পুলিশ মোতায়েন করেছেন। আগে আমাদের শঙ্কা থাকলেও হাইকোর্টের এই নির্দেশে আমরা শঙ্কামুক্ত। এতে আমরা এলাকাবাসী সন্তুষ্ট।’

এর আগে, গত ৪ মার্চ রাতে সপ্তম শ্রেণিতে  পড়ুয়া  ওই  শিশুটি  অপহরণ ও ধর্ষণের শিকার হন। ওই দিনই অভিযুক্ত সৃজীব চন্দ্র রায়কে  আসামি করে মামলা করেন ভুক্তভোগী মেয়েটির বাবা। তার পরেরদিন ৫মার্চ সকালে শিশুটির বাবার মরদেহ উদ্ধার করা হয়। 


সর্বশেষ সংবাদ