মার্চের প্রথম সপ্তাহে ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

আসন্ন মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বর্তমানে এই ইউনিটের ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মতিতে মার্চ মাসের প্রথম সপ্তাহে যেকোনো দিন এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের একটি সম্ভাব্য দিনক্ষণ ছিল। কিন্তু আমরা উপাচার্যের পরামর্শে কোনো তাড়াহুড়া না করে ফলাফল তৈরির কাজ করছি। বর্তমানে ফলাফল তৈরির কাজ প্রায় শেষের দিকে। আশা করছি, উপাচার্যের সম্মতিতে আগামী মার্চের প্রথম সপ্তাহের যেকোনো দিন এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

আরও পড়ুন: ঢাবির খেলোয়াড় কোটায় বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরের ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত ঢাবির ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়। তবে এই ইউনিটের ফল প্রকাশে বিলম্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সুষ্ঠু ও ত্রুটিপূর্ণ ফল প্রকাশ করতে চাই। এজন্য কোনো তাড়াহুড়া প্রয়োজন আছে বলে মনে করি না।

জানা গেছে, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী। তবে এ শিক্ষাবর্ষরে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি।

বিগত বছরগুলোর মতো এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ