৩ কোটি টাকার স্কলারশিপে যুক্তরাষ্ট্র পড়তে যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের সাদ

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (যাত্রাবাড়ি ক্যাম্পাস) মেধাবী শিক্ষার্থী সাদ আল আমিন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মেধাবী ও পরিশ্রমী। জীবনের নানা ধাপে পেয়েছেন সাফল্য। ২০২৩ সালে তা’মীরুল মিল্লাত থেকে কৃতিত্বের সঙ্গে আলিম পাস করেছেন। এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পেয়েছেন শিক্ষাবৃত্তি (স্কলারশিপ)।
জানা গেছে, ৩ কোটি টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি (স্কলারশিপ) অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নক্স কলেজে (Knox College) উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন সাদ আল আমিন। সাদ অসাধারণ মেধা, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে এই অনন্য অর্জন সম্ভব করেছেন বলে মনে করছেন তা’মীরুল মিল্লাতের শিক্ষকেরা। তার শিক্ষকেরা বলেন, নক্স কলেজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ এবং বিপুল অঙ্কের স্কলারশিপ প্রাপ্তি নিঃসন্দেহে সাদ আল আমিনের জন্য একটি বড় অর্জন।
সাদের সাফল্যে তা'মীরুল মিল্লাত মাদ্রাসা পরিবারে বইছে আনন্দের জোয়ার। শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও সহপাঠীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, এ অর্জন শুধু ব্যক্তি সাদ আল আমিনের নয়, বরং তা গোটা শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের জন্য গর্বের বিষয়।
তা'মীরুল মিল্লাত মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সাদ আল আমিন যেন ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেকে গড়ে তুলে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন, সেই আশাই তারা করছেন।
সাদ আলামিন বলেন, ‘আমার পাশে পরিবার, টিম আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা সবসময় ছিল। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’ তিনি আরও বলেন, ‘ইচ্ছা আর চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি হবেই। যদি ঢাকার এক মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও আমি আজ স্বপ্ন বাস্তবায়নের পথে পা রাখতে পারি, তবে আপনিও পারবেন—হোক সেটা বান্দরবানের পাহাড়ে থাকা কোনো কুঁড়েঘর থেকে কিংবা হাজার বৈষম্যের শিকার হওয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে।’