দাখিল পরীক্ষার এক কেন্দ্র থেকে ছয় শিক্ষক বহিষ্কার

জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে চলমান দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা নিয়ম ভঙ্গ ও দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায়িত্বে অবহেলা করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর আছে।
বহিষ্কৃত শিক্ষকদের নাম ও পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জানা গেছে, তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষকতা করেন।
আরো পড়ুন: এসএসসি পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে দুই শিক্ষককে অব্যাহতি
উল্লেখ্য, চলতি বছর ইসলামপুর উপজেলায় মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে মোট ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ এবং ভোকেশনালে ৫৪৮ জন শিক্ষার্থী রয়েছেন।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা ইউএনওর তাৎক্ষণিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।