নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের ডাক ঢাবি শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:৫৫ PM

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পাল করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে এ মানবন্ধন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের দাবি জানান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠারও দাবি জানান তারা।
আরো পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদনের বর্ধিত সময় শেষ আজ, ছবি-সেলফি নিয়ে নির্দেশনা
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।