ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে ওয়াসেফ-রাত্রী

সভাপতি মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেহেরুন নেছা রাত্রি
সভাপতি মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেহেরুন নেছা রাত্রি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড (ডুসাস)-এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  

আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দীক সেমিনার রুমে আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।  

সংগঠনের সভাপতি হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা রাত্রি। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি ইফতেখার হোসেন, মো. সাবের হোসেন, মিশকাতুল জান্নাত; যুগ্ম সাধারণ সম্পাদক রিফা তাসপিয়া, সানজিদা সাবরিন, সুমাইয়া সুলতানা; সাংগঠনিক সম্পাদক মো. হাসান, শিফাতুননুর নওরীন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস (মাহি); দপ্তর সম্পাদক ইমামুর রহমান জিসান; উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ; অর্থ সম্পাদক আনিকা তাসনিম; উপ-অর্থ সম্পাদক জাহিদুল আলম; প্রচার সম্পাদক জুলফিকার মাহমুদ মুন্না।

উপ-প্রচার সম্পাদক আফসানা রহমান; সাংস্কৃতিক সম্পাদক নাফিসা নাসরাত পূর্ণা; উপ-সাংস্কৃতিক সম্পাদক মুনতাহা নুর ওয়াসফা; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক হুমায়রা জান্নাত; উপ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক সাবরিন সুলতানা; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক জাহিদুল আলম আশিক; আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইমা আক্তার মৌ; ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ হোসাইন; উপ-ক্রীড়া সম্পাদক রাতুল দে; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জাওয়াদ সাব্বির চৌধুরী এবং উপ ছাত্র কল্যাণ সম্পাদক নাফিজ হোসেন চৌধুরী।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন নাহিদা সুলতানা রিয়া, ইসরাত জাহান ইমু, রুবিনা আক্তার, সারজানা আক্তার লিমানা, মিসবাহুল মনোয়ার মাজেদা রশীদ ও রুমানা তাবাসসুম।

ডুসাসের সদ্য সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক মেহেরুন নাহার প্রিতিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেয়। 

নবনির্বাচিত সভাপতি ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেহেরুন নেছা রাত্রি জানান, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং সীতাকুণ্ডের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।  

প্রসঙ্গত, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড (ডুসাস)।  শুরু থেকেই সংগঠনটি ঢাবিতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে চলেছে।


সর্বশেষ সংবাদ