জাবিতে জুলাই হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলার সিদ্ধান্ত
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতা ভিত্তিতে শাস্তি নিশ্চিতের জন্য স্বল্পতম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে। এতে গত ১৪ জুলাই রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, ১৫ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ও একইদিন মধ্যরাতে ভিসির বাসভবনে হামলা এবং ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্ত কমিটির গৃহীত সাক্ষ্যসমূহ সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী যথাযথ কী-না, সে বিষয়ে দ্য সুপ্রিমকোর্ট অব বাংলাদেশের ২ জন আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেল গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে তাদের মতামতসহ একটি প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই প্যানেল কর্তৃক মতামতসহ প্রতিবেদন প্রাপ্তির পর স্বল্পতম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার বিষয়ে যথাযথ নিয়মানুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের বরাবরে আবেদন করা হবে।’