ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজেমেন্টে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ (জানুয়ারি-জুন) সেশনের ১৬তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্টে (পিএমডিএম) শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ জন্য শিক্ষার্থীদের অংশ নিতে হবে লিখিত পরীক্ষার। পিএমডিএম কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর—চলবে ৩০ নভেম্বরে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
আবেদন ফি হিসেবে ১৫৩০ টাকা ০১৭১৯৩২৫৬৩২ বিকাশ নম্বরে পাঠাতে হবে।
আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: এমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষার তারিখ
আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য তথ্য বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।