যে আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন ১-১২তম নিবন্ধনধারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষক পদে নিয়োগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন ১-১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। দ্রুত সময়ের মধ্যে নিয়োগের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন তারা বলে জানা গেছে।
এ বিষয়ে ১-১২তম আন্দোলনের উপদেষ্টা আমির আসহাব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে।’
আমির আসহাব জানান, ‘আমরা আমাদের দাবিগুলো যুগ্মসচিবের কাছে তুলে ধরেছি। কেন আমরা নিয়োগবঞ্চিত হয়েছিলাম সেটি জানিয়েছে। সবকিছু শুনে তিনি দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে অগ্রগতি জানতে আমাদের যোগাযোগ করতে বলেছেন। আশা করছি এবার ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ হবে।’
এর আগে মঙ্গলবার সকাল থেকেই তারা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন।গতকাল সোমবার দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করলে বেলা পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে।
নিয়োগপ্রত্যাশীদের দাবি, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। তাদের ভাষায়, এতে প্রায় ১২ থেকে ১৩ হাজার ‘যোগ্য’ ব্যক্তি বৈষম্যের শিকার হয়েছেন। তারা আরো দাবি করেন, বহু শিক্ষক নিবন্ধন সনদধারী একাধিকবার পরীক্ষায় পাস করেও শিক্ষক পদে চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।