দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোট ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

শিক্ষায় সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোট গঠন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে অনুষ্ঠিত সভায় জোটের আত্মপ্রকাশ হয়।
অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ,মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান, ইবতেদায়ির নীতি মালা দ্রুত বাস্তবায়ন, নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানানো হয়।
আলোচনা শেষে অধ্যক্ষ মো. মাইনুদ্দিনকে সভাপতি ও উপাধ্যক্ষ মো. আবদুর রহমানকে মহাসচিব করে ৪০ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী শিক্ষক কর্মচারী জোটের কমিটি ঘোষণা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, ড. আবুল হাসান, অধ্যাপক মো. নাসির উদ্দিন, মো. মমিনুল ইসলাম, এ এইচ এম রবিউল ইসলাম, মাওলানা মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, মাওলানা ইদ্রিস আলী, মীর জহিরুল ইসলামসহ প্রমুখ।