ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ নাদিরার, তবে...

নাদিরা খাতুন
নাদিরা খাতুন

সাতক্ষীরা জেলার কলারোয়ার বোয়ালিয়া গ্রামের মেধাবী ছাত্রী নাদিরা খাতুন চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। জাতীয় মেধাতালিকায় ৩৪১০তম স্থান অর্জন করেও অর্থাভাবে মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাদিরার পরিবার। 

জানা যায়, নাদিরার বাবা আবু বক্কার একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা। বাড়ির ভিটেমাটি ছাড়া নেই অন্য কোনো জমি। সবজি বিক্রি করে কোন মতে চলে সংসার। এমন পরিস্থিতিতে মেয়ের মেডিকেলে ভর্তি ও শিক্ষা খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা। 

নাদিরা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুল থেকে এসএসসি এবং বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দু’পরীক্ষায় পেয়েছেন  জিপিএ-৫ বলে জানা যায়।  

নাদিরা খাতুন বলেন, ‘আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম, আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। পাশাপাশি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।’

বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, ‘নাদিরা অত্যন্ত মেধাবী ছাত্রী। তার বাবা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের পড়াশোনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু মেডিকেলে পড়ার খরচ তাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

নাদিরার বাবা আবু বক্কার বলেন, ‘আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, এটা আল্লাহর দয়া। কীভাবে তাকে ভর্তি করাবো এবং তার পড়ালেখার খরচ চালাবো?। আমি সবার সহযোগিতা প্রার্থনা করছি।’ 


সর্বশেষ সংবাদ