জুলাই বিপ্লবে শাহবাগে সবচেয়ে বড় মিছিল নিয়ে যায় জবি শিক্ষার্থীরা : বাকের মজুমদার

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক বলেছেন, ‘জুলাই বিপ্লবে শাহবাগে সবচেয়ে বড় মিছিল নিয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আয়োজিত গণ-ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।    

তিনি বলেন, ‘অনেকে বলেছেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি জুলাই বিপ্লবে শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জবির সমন্বয়কদের মিটিং হতো। তারা অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছে।’ 

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উস্কে দিয়েছে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।’

জানা যায়, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য গণ-ইফতার মাহফিলের আয়োজনের করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।  

ইফতার মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ