ইফতার আয়োজনকে কেন্দ্র করে বিভক্ত জাবিপ্রবি ছাত্রদল
- জাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:৩১ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুটি গ্রুপ ভিন্ন ভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (৯ মার্চ) জামালপুর জেলা স্কুল মাঠে একটি গ্রুপ ইফতার আয়োজন করে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল কবির (মঞ্জু) এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিলসহ ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
এ ইফতারে সরকারি আশেক মাহমুদ কলেজ, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জামালপুর মেডিকেল কলেজের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্ররাজনীতির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের আরেকটি অংশ আহ্বায়ক শাকিল আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় চত্বরে ইফতার আয়োজন করে। এতে সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল আহমেদ জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের সুস্থতা এবং গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতি করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই নিষেধাজ্ঞা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র চর্চার অধিকার কেউ হরণ করতে পারে না, তাই বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া অফিস আদেশের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।’