রাজনৈতিক রূপ নিয়েছে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটর্ফম’ দাবি জানিয়ে পদত্যাগ এক যুগ্ম-আহ্বায়কের
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৩৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামিল হোসেন জিহাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছা) মাভাবিপ্রবি শাখার যুগ্ম-আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (৯ মার্চ) তিনি আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে জামিল উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চাপের মুখে পড়তে হয়েছিল তাকে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীনও তিনি টাঙ্গাইল শহরে আন্দোলন চালিয়ে যান এবং বিশ্ববিদ্যালয়ের হল ও গেট খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি জানান, শুরুতে বৈবিছা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও সাম্প্রতিক সময়ে এটি রাজনৈতিক রূপ নিয়েছে, যা তার মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তিনি স্বেচ্ছায় যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
জামিল বলেন, "আমি বৈবিছা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি। এটি একসময় অরাজনৈতিক সংগঠন ছিল, তবে এখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাই আমি আর এর সঙ্গে থাকতে চাই না।"
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. তুষার আহমেদ জানান, জামিলের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।