প্রথমবারের মতো জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন

ফারজানা আক্তার লুপা ও নুরজাহান আক্তার শাকিলা
ফারজানা আক্তার লুপা ও নুরজাহান আক্তার শাকিলা

প্রথমবারের মতো জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ফারজানা আক্তার লুপাকে সভাপতি ও নুরজাহান আক্তার শাকিলাকে সাধারণ সম্পাদক করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জামালপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় পেডে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অন্যরা হলেন, সহসভাপতি মোছা. বিথী আক্তারকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বৃষ্টি আক্তার। এ ছাড়াও সদস্যরা হলেন, লাভনী আক্তার, জুথী, মৌমিতা জাহান, তাকলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও জান্নাত। 

আরো পড়ুন: জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদে আরও চারজন

জানা গেছে, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোশাররফ সিদ্দিকী ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ