জাতীয়করণ আন্দোলন: শিক্ষা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে শিক্ষক নেতাদের যে আলোচনা হলো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনের ১৬তম দিনে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার এক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক নেতারা। আলোচনায় শিক্ষকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেওয়া শিক্ষক নেতারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
সভার বিষয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়াদ হোসেন আজীজী বলেন, 'শিক্ষা উপদেষ্টার প্রতিনিধির সাথে জোটের সদস্যদের সফল আলোচনা হয়েছে।শিক্ষা উপদেষ্টার প্রতিনিধি উচ্চ পদস্থ ১জন কর্মকর্তার (কৌশলগত কারণে তার নাম প্রকাশ করা হলো না) সাথে নেতৃবৃন্দের সফল আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় তিনি মনোযোগ সহকারে আমাদের দাবি-দাওয়াগুলো শুনেছেন। তিনি আমাদের শিক্ষা উপাদেষ্টার আলোচনায় বসার ব্যবস্থা করবেন।'
এ শিক্ষক নেতা বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আশ্বাসের উপর বিশ্বাস করে আবারও প্রতারিত হতে চায় না। আগামীকাল শুক্রবার এবং শনিবার আমরা প্রতীকী অনশন করবো।
এর আগে আজ বৃহস্পতিবার প্রতীকী অনশনের পাশাপাশি দুপুর ১২টা ৩০ মিনিটে মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের মিছিলটি শিক্ষা ভবনের দক্ষিণ পাশের রাস্তা অতিক্রম করা শুরু করলে পুলিশ ব্যারিকেড দেয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ৭ সদস্যের প্রতিনিধি দলকে আলোচনার জন্য সচিবালয়ে নিয়ে যাওয়া হয়।
আজকের কর্মসূচিতে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, জোটের যুগ্ম সদস্য সচিব জিএম শাওন, প্রকৌশলী আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবন, মোতাফিজুর রহমান নবিয়াবাদী, আব্দুর রহমান, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, মো. ইলিয়াস, আঃ হালিম, ফয়েজ আহমদ, মোঃ রুহুল আমিন, রাশেদ মোশারফ, উপাধ্যক্ষ মোঃ মোঃ আমিনুল ইসলাম, মোঃ কাইয়ুম, মোঃ মিজানুর রহমান, মো জিয়াউল, মুজিবুর রহমান, ফজলুল হক, আহসান হাবীব, হাবিবুর রহমান রাজু মোঃ মিজানুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল হোসেন, বশির আহমেদ প্রমুখ।