‘কুয়েটে হামলার সঙ্গে ছাত্রদল জড়িত নয়’
- খুলনা জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করে কুয়েট শাখা ছাত্রদল। এসময় হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল চলাকালে ছাত্রদল করতে আগ্রহী কয়েকজন শিক্ষার্থী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন আন্দোলনকারীরা প্রথমে তাদের জেরা করেন এবং পরে তাদের ওপর হামলা চালান। হামলার শিকার এক শিক্ষার্থী পাশের একটি দোকানে আশ্রয় নিলে আন্দোলনকারীরা ওই দোকান মালিকের ওপরও হামলা চালান। এ ঘটনায় দোকান মালিকের পরিচিত কয়েকজন স্থানীয় ব্যক্তি কুয়েটের ভেতরে প্রবেশ করে পাল্টা হামলা চালান।’ তবে এই হামলায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান ছাত্রদল নেতারা ‘
ছাত্রদল নেতারা দাবি করেন, ফরম পূরণ কার্যক্রম শুরু না হলেও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জ্বীবিত শিক্ষার্থী হিসেবে পরিচিত বলে তাঁরাসহ আরও কিছু শিক্ষার্থীকে হেনস্তা করার উদ্দেশ্যে চিহ্নিত ও তালিকাভুক্ত করেন ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারের পেছনে লুকানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক–বাহক ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত কর্মীরা ও ক্যাম্পাসে রয়ে যাওয়া ফ্যাসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ওই ‘মব’ মিছিলটির আগের ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উসকানিতে ছাত্রদলের উল্লিখিত সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব ঘটনা চলাকালে এবং পরে কোনরূপ তথ্য-প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাত্রদলের হামলা’ বলে পুরো ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালানো হয়। কিন্তু সময়ের সঙ্গে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি যে ন্যক্কারজনক এই ঘটনার সত্য রূপ পুরোই ভিন্ন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সহসভাপতি হাবিবুল বাশার ও সাফি ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় খুলনার ছাত্রদলের নেতারা।