হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, ‘ভারতকে হারিয়েই ছাড়ব’

জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী
জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে ‘ডার্বি’ হিসেবেই দেখেন ক্রীড়াপ্রেমীরা। এশিয়ান কাপে সেই ‘ডার্বি’ই খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ইতিহাসটা মোটেই বাংলাদেশের পক্ষে কথা বলছে না। গেল ২২ বছর ধরেই অধরা জয়ের খোঁজে বাংলাদেশ। যদিও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার বিশ্বাস, আসন্ন ম্যাচেই সেই খরা ঘোচাবে বাংলাদেশ।

জামাল বলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাড়তি চাপের। এখানে যত মানুষ এসেছে, ভারতে তার চেয়েও বেশি মানুষ সংবাদ সম্মেলনে আসবে। বিষয়টা ভারত হোক বা পাকিস্তান, এমন সব ম্যাচে হবেই। কারণ, তাদের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটাই এমন। এসব ডার্বি ম্যাচ।’

তবে এমন ম্যাচের আগে মানসিকভাবে প্রস্তুতির কথাও জানালেন জামাল। ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ।

জামাল ভূঁইয়ার মতে, ‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত। এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতব।’


সর্বশেষ সংবাদ