গণভবন এলাকায় মোবাইল হারালেন সাকিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪৮ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মোবাইল হারানোর ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি জিডি করেন বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
ওসি জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে গণভবনের প্রবেশ করেন সাকিব আল হাসান। সেখানে তিনি মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর সভায় যোগ দেন। টাইগার এ অল রাউন্ডার এবারের নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।