স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে মনোনয়ন পেলেন যারা

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫-২৬-প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫-২৬-প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫-২৬’-এর জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স, ওয়ান টায়ার মাস্টার্স (ওটিএম) ও ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

সেনজেনভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে। 

স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাবেন—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা দেবে; 

*স্বাস্থ্যবিমা সুবিধা প্রদান করবে; 

*স্নাতক ও স্নাতকোত্তর চলাকালে বছরে দেবে ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট; 

*পিএইচডির জন্য দেবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট;

মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রদান করছে। ২০১৯ সালে বাংলাদেশে এই স্কলারশিপ চালু হয়। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—প্রোগ্রাম তিনটির যে কোনো একটিতে আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় এ স্কলারশিপের আওতায়। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থী এ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন।

এই এই স্কলারশিপের  লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উৎসাহিত করা।


সর্বশেষ সংবাদ