আইএসডিবি -বিআইএসইডব্লিউ

সম্পূর্ণ বিনা মূল্যে ৮.৫ মাসের আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

৮.৫ মাসের আইটি প্রশিক্ষণ কোর্সের ৬৬তম ব্যাচে (রাউন্ড) শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে
৮.৫ মাসের আইটি প্রশিক্ষণ কোর্সের ৬৬তম ব্যাচে (রাউন্ড) শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)  আইটি স্কলারশিপ প্রোগ্রামে নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকধারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ৮.৫ মাসের আইটি প্রশিক্ষণ কোর্সের ৬৬তম ব্যাচে (রাউন্ড) শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। চাকরির বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে আইএসডিবি-বিআইএসইডব্লিউ সব কোর্স পরিচালনা করে। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।
 
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।
 
সুযোগ-সুবিধা—
 
*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২লাখ টাকা সমমূল্যের কোর্স;
 
*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম; 
 
*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা;
 
আবেদনের যোগ্যতা—
 
*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
 
*৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;
 
যেসব কোর্সে আবেদন করতে পারবেন—
 
*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার ;
 
*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  
 
*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;
 
*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;
 
*নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 
 
*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;
  
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যেসব কোর্স—
 
*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড;
 
*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;
 
*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;
 
*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস;
 
*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;
 
*ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স;
 
*থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন;
 
আবেদন যেভাবে—
 
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিকের পর Apply now বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন;
 
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫;
  
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। অথবা, সরাসরি যোগাযোগ করতে পারবেন ০১৭১৯০০৭১০৭ নম্বরে।

সর্বশেষ সংবাদ