বাকৃবিতে পিএইচডি ফেলোশিপে আবেদন, থাকছে মাসিক ভাতা ৪০০০০ টাকা

পিএইচডিতে ফেলোশিপে আবেদন চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে
পিএইচডিতে ফেলোশিপে আবেদন চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফেলোশিপ প্রদানে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি পিএইচডি গবেষণায় যোগ্য প্রার্থীদের দেবে এ ফেলোশিপ। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোরা মাসিক ৪০ হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়া অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।

সুযোগ সুবিধা—

নির্বাচিত প্রতি ফেলো মাসিক ফেলোশিপ বাবদ ৪০,০০০ টাকা প্রাপ্ত হবেন;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*রিসার্চ ফান্ড দেওয়া হবে;

*ভর্তি ফি, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্সে অংশগ্রহণ, পাবলিকেশন চার্জ ও ডিস্যারটেশন গ্র্যান্ট বাকৃবি পিএইচডি ফেলোশিপ কেন্দ্রীয় তহবিল হতে প্রদান করা হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার

আবেদনের যোগ্যতা—

*বিএসসি (সম্মান)/ডিভিএম এবং এমএস ডিগ্রি থাকতে হবে;

*উভয় ডিগ্রিতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৪ থাকতে হবে; 

প্রার্থীর বয়স—

আবেদনপত্র দাখিলের শেষ তারিখে আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৪৫ বছর হতে  হবে;

ফরম সংগ্রহ যেভাবে—

নির্ধারিত ফরম উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, রেজিস্ট্রারের শিক্ষাবিষয়ক শাখা থেকে অথবা, www.bau.edu.bd.casr থেকে সংগ্রহ করতে পারবেন;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে

আবেদন যেভাবে—

দরকারি কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্র জমাদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

কো-অর্ডিনেটর, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের একটি সফট কপি (Soft Copy) coordinator.casr@bau.edu.bd-তে ই-মেইলে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ