হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করুন: রবি উপাচার্য 

রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার
রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার

প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কোনো অর্থ বরাদ্দ দেয়নি জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেছেন, ‘এনাফ ইজ এনাফ। হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন।’ 

স্থায়ী ক্যাম্পাসের কোনো কার্যক্রম না শুরু হওয়ায় দু’দিন ধরে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে বুধবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বয়স আট বছরেরও বেশি। অথচ এখনো স্থায়ী ক্যাম্পাস তো নেই, নিজেদের একটি ঘর ও নেই। এটি খুবই দুঃখজনক, অমানবিক। এর ভুক্তভোগী ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।’

তিনি আরো বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই এখানে ২২৫ একর জায়গা বরাদ্দ রয়েছে। তবুও এখনো স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা হয়নি। প্রথমবার স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়। পরবর্তীতে কয়েক ধাপে কমাতে কমাতে ৯৯৫ কোটি টাকা তথা মূল বাজেটের ১১ শতাংশতে কমিয়ে আনা হলেও পরবর্তীতে তা আবারও কমানোর পরামর্শ আসে। পরে তা প্রায় ৬০০ কোটি টাকায় জমা দেওয়া হয়। আর বারবার পুনঃবাজেটের জন্য এতো দেরি।’

বর্তমান ৬০০ কোটি টাকার বাজেট ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে রবি উপাচার্য বলেন, ‘অর্থ বরাদ্দ থাকবে কি থাকবে না, এ বিষয়ে আগামী ২৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সভায় জানা যাবে।’

আরো পড়ুন: ইবিতে বাস আটকানো নিয়ে সমন্বয়ক-শিক্ষার্থীদের হাতাহাতি, বাস ভাঙচুর

তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। নোবেলজয়ীর নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে গত আট বছরে একটি ইটের বরাদ্দও আসেনি, যা অসম্মানেরই। শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই তারা আন্দোলনে নেমেছে। একাডেমিক কার্যক্রম শাটডাউন করে দিয়েছে।’ 

সাংবাদিকদের মাধ্যমে তিনি সরকারকে বলেন, ‘এনাফ ইজ এনাফ। আট বছরেও কোন বরাদ্দ আসেনি বিশ্ববিদ্যালয়ে। এই অমানবিক অবস্থায় বিশ্ববিদ্যালয় চলতে পারে না। হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্ব কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে মন্ত্রীসভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।


সর্বশেষ সংবাদ