প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য ঢাকায় পৌছেছেন। শনিবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেয় আবু সাঈদের পরিবার। বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম।
জানা যায়, আগামীকাল রবিবার (২৮ জুলাই) গণভবনে কোটা আন্দোলনে নিহত সবার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন।
এদিকে আবু সাঈদের চাচাতো ভাই ওমর ফারুক জানান, শনিবার সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ।