৪৭তম বিসিএসে যত আবেদন পড়ল

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন

৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২৩তম দিনের আবেদন চলছে। ইতোমধ্যে প্রায় ৮০ হাজার আবেদন পড়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ৪৭তম বিসিএসে ৭৬ হাজার ৫৫৮ জন আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে।’

এদিকে আগামী মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। পিএসসি জানিয়েছে, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে সিনিয়র স্কেলের পরীক্ষার কারণে প্রিলি পরীক্ষার সময়সূচি পেছানো হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষাও মে মাসে আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে। যদি মে মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা কিছুটা পেছাবে। তবে সিনিয়র স্কেল পরীক্ষা পরে নেওয়ার সিদ্ধান্ত হলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে আয়োজন করা হবে।’

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


সর্বশেষ সংবাদ