তিন ধাপে বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার চিন্তা পিএসসি’র

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন

বিসিএসের মৌখিক পরীক্ষা তিনটি ধাপে নেওয়ার চিন্তাভাবনা করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এটি বাস্তবায়ন সম্ভব হলে প্রকৃত মেধাবীদের বাছাই করা সম্ভব হবে বলে মনে করছে সাংবিধানিক সাংবিধানিক সংস্থাটি।

জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষাকে আরও গ্রহণযোগ্য করতে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এই পরিকল্পনার অংশ। আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি। এটা বাস্তবায়ন হলে আপনারা জানতে পারবেন।’

কোন ধাপের মৌখিক পরীক্ষা কেমন হবে এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান জানান, ‘প্রথম ধাপে একজন পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। তবে এগুলো কিন্তু একেবারেই প্রাথমিক আলোচনা।’

৪৮তম থেকে বছরে একটি বিসিএস শেষের পরিকল্পনা

পিএসসি সূত্র জানা গেছে, বিসিএসের দীর্ঘসূত্রতা কাটাতে বছরে একটি বিসিএস শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ৪৮তম বিসিএস থেকে এটি বাস্তবায়নের চেষ্টা করবে সাংবিধানিক সংস্থাটি।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘বিসিএস শেষ করতে অনেক সময় লাগে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। এজন্য প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ৪৮তম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করার চেষ্টা করবে পিএসসি।’ 

প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের অক্টোবরে সোহরাব কমিশন পদত্যাগ করে। এরপর দায়িত্ব নেয় অধ্যাপক মোবাশ্বের মোনেম। পরবর্তীতে দুই ধাপে পিএসসিতে আটজন সদস্য নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর নানা উদ্যোগ নিয়ে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে নতুন কমিশন। 


সর্বশেষ সংবাদ