নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এনএসইউর শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:০২ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

গণঅভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী, শিশুসহ সমাজের সকল শ্রেণীপেশার নারীর উপর সহিংস সংঘবন্ধ আক্রমণ এবং বিভিন্ন স্থানে নারীকে ক্রমাগত হেনস্থার বিরুদ্ধে রবিবার (১০ মার্চ) প্রতিবাদ সমাবেশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, যে সাধারণ মৌলিক অধিকারের জন্য আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি, তার বাস্তবায়ন দেখতে চাই। লিঙ্গ, ধর্ম ভেদে প্রতিটি নাগরিক যেন নিরাপদ থাকবে ও স্বাধীন মত প্রকাশ করতে পারবে, এমন এক পথ আর প্রক্রিয়ার দিকে আমাদের যাওয়ার কথা ছিল যা গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার রাজনীতিকে শক্তিশালী করে। কিন্তু আমরা দেখছি সমাজে- রাষ্ট্রে যা ঘটছে, যা চলছে, তা জুলাই অভ্যুত্থানের রাজনীতিকে দুর্বল করছে। আমরা এই জনগোষ্ঠীর লড়াইকে এভাবে হারতে দিতে পারি না। তারা আরো বলেন, আন্দোলনে নারীর ভূমিকা থাকবে, কিন্তু আন্দোলন শেষে তাকে ক্ষমতাহীন করার রাজনীতি চলতে দিতে পারি না। ফলে জুলাইয়ের মতই আমাদের সকল অধিকারের প্রশ্নে জাগ্রত থাকতে হবে। আর সরকারকে দ্রুত একটা ভয়হীন স্বাধীন নিরাপদ মর্যাদার পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সুশাসন দৃশ্যমান। সকল রাষ্ট্র-সরকার-সমাজ কোথাও আমরা কর্তৃত্ববাদ দেখতে চাই না, ফ্যাসিবাদ দেখতে চাই না।
এই সমাবেশ থেকে গত ৫ মাসে ঘটে যাওয়া সহিংস সংঘবদ্ধ আক্রমনের বিচার দাবি করে শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া, সরকারকে দ্রুত একটা ভয়হীন স্বাধীন নিরাপদ মর্যাদার পরিবেশ তৈরি করার তাগিদ দেন তারা।