পদত্যাগ করলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক মাহফুজুল আজিজ

অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ
অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে গত ২৩ জানুয়ারি অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ রাষ্ট্রপতি বরাবর তার এ পদত্যাগ পত্র জমা দেন। রাষ্ট্রপতি কর্তৃক এ অধ্যাপকের পদত্যাগপত্র গ্রহণপূর্বক ২৬ ফেব্রুয়ারি থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হয়। তবে পদত্যগের কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।

২০২৩ সালের ১৩ মার্চ অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ রাষ্ট্রপতি কর্তৃক ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয় সরকার। গুণী এই অধ্যাপক ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছিলেন। তিনি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং ভারপ্রাপ্ত ডিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 


সর্বশেষ সংবাদ