জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার
- গ্রিন ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের উদ্যোগে ‘ক্যারিয়ার অপরচুনিটি ইন জাপান অ্যান্ড এক্সিলেন্স ইন জাপান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউএ হারবরের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুর রহমান। তিনি জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপের সুযোগ, কর্মসংস্থান, ও পেশাগত উৎকর্ষতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানের শিক্ষা ব্যবস্থা, ভাষা দক্ষতার গুরুত্ব ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। মাসুদুর রহমান তার বক্তব্যে জাপানে পড়াশোনা ও চাকরির বাজারে সফল হতে কীভাবে প্রস্তুতি নিতে হয়, সে সম্পর্কে দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন: হাবিপ্রবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল, জেনে নিন বিস্তারিত তথ্য
গ্রিন ইউনিভার্সিটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে জাপানি ভাষা শিক্ষা ও জাপানি ভাষায় এনএটি টেস্ট পরীক্ষার বাংলাদেশের একমাত্র সেন্টার হিসেবে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ-সুবিধা বিদেশে উচ্চশিক্ষার ও ক্যারিয়ার গঠনের সুযোগ করে দেবে।