আইনি দক্ষতা বৃদ্ধিতে ফেনী ইউনিভার্সিটিতে মুট কোর্ট কম্পিটিশন   

ফেনী ইউনিভার্সিটিতে মুট কোর্ট কম্পিটিশন
ফেনী ইউনিভার্সিটিতে মুট কোর্ট কম্পিটিশন

বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধিতে ফেনী ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন’। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘ল’ মুটিং সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় আইন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানা গেছে, শিক্ষার্থীরা ৪ টি কোর্ট রুমে বিচারকদের সামনে নিজেদের আইনি যুক্তি ও বিতর্ক উপস্থাপন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মামলার পরিস্থিতি বিশ্লেষণ, আইনি গবেষণা ও আদালতে সুনির্দিষ্টভাবে উপস্থাপনার কৌশল প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফেনী জজ কোর্টের সহকারী জজ সবুজ হোসাইন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট আরিফুল ইসলাম মজুমদার, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) প্রোগ্রাম অফিসার তোহফাতুর রাব্বি পিয়াল, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ মুট কোর্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নায়েম আজাদ, অ্যাডভোকেট নয়ন মনি দাস,
মুমতাহিনা মুবাররা সেউতি, ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিচারকদের রায় অনুযায়ী সেরা মুট কোর্ট দল ৩০ তম ব্যাচের কাজী মহিবুল হক শাফির টিম ও সেরা মেমোরিয়াল ৩০ ব্যাচের শিক্ষার্থী বিবি জুলেখা রিজভির টিম, সেরা মুটার ৩৩তম ব্যাচের ফাউজি ফেরদৌস মিল্লাত রামিশা, সেরা গবেষক ৩১ তম ব্যাচের ইমতিয়াজ সাগর নির্বাচিত হয়। এছাড়াও রানার আপ টিম হিসেবে নির্বাচিত হয় ৩০তম ব্যাচের আরফান হোসেনের টিম। বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ ও ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নুর মোহাম্মদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক ও ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির মডারেটর তৌহিদুল ইসলাম, উম্মে হবিবা জিতু, প্রভাষক মাধবী পাল, ফেনী ইউনিভার্সিটি স্টুডেন্টস' ফোরামের সদস্য ও শিক্ষার্থীরা 

অতিথিরা বলেন, মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রম। এটি তাদের বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস ও যুক্তি প্রদর্শনের সক্ষমতা বাড়ায়। এটি শিক্ষার্থীদের আদালতের বাস্তব পরিবেশের সাথে পরিচিত করিয়ে দেয় এবং ভবিষ্যতে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি করে।

তারা আরও বলেন, আইন শিক্ষায় শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, ব্যবহারিক অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। মুট কোর্ট প্রতিযোগিতার মাধ্যমে সে অভিজ্ঞতা অর্জন করা সক্ষম হবে।


সর্বশেষ সংবাদ