ইউএপির ১০ম সমাবর্তন কাল, সনদ পাচ্ছেন ৫ হাজার ৯৭৭ শিক্ষার্থী

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ১০ম সমাবর্তন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ১০ম সমাবর্তন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১০ম সমাবর্তন আগামী শনিবার (০৪ মে) অনুষ্ঠিত হবে। এদিন সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-স্যাম্পেইনের এডওয়ার্ড উইলিয়াম এবং জেন মার গুটসেল অধ্যাপক ড. মো. তাহের আবু সাইফ।

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫ হাজার ৯৭৭ জন শিক্ষার্থীর ডিগ্রীর সনদ দেওয়া হয়। যার মধ্যে স্নাতক পর্যায়ে ৪ হাজার ২১৬ জন এবং স্নাতকোত্তর ১ হাজার ৭৬১ জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

১০ম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির মোট ৯ জন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল এবং ৫৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হবে।

এর আগে, ২০১৯ সালের ৩১ জুলাই ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ৯ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সমাবর্তনে মোট এক হাজার ১৫১ স্নাতক ডিগ্রিধারীকে সনদ দেওয়া হয়েছে। এছাড়া দুজনকে আচার্য গোল্ড মেডেল এবং আটজনকে উপাচার্য গোল্ড মেডেল দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ