ইউসিএসআই ইউনিভার্সিটিতে নববর্ষ ও ঈদ পুনর্মিলনী উৎসব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০১:১২ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪২ AM

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ ও ঈদ পুনর্মিলনী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে সাদরে বরণ করে নেয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এবং চ্যান জো জিম, প্রভোস্ট, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও কালচারাল ক্লাব সদস্যবৃন্দ।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের কালচারাল ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপভোগ্য দলগত সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ও ব্যক্তিবর্গরাও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।