খালেদা জিয়ার দেশে ফেরা, জনদুর্ভোগ না করতে ছাত্রদলের নির্দেশনা

চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ উপলক্ষ্যে নেতাকর্মীদের জনদুর্ভোগ তৈরি না করা এবং ফুটপাতে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৫ মে) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৬ মে সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, এ দেশের গণমানুষের প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। আবার সেদিন সেই সময়টিতে এসএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যাবেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে ফিরে আসাকে সর্বোচ্চ শৃঙ্খলার মধ্য দিয়ে স্বাগত জানাবেন।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তা বা সড়কে অবস্থান না করে ফুটপাত তথা নির্ধারিত স্থানে থেকেই স্বাগত জানানোর জন্য এবং কোন অবস্থাতেই সকাল ১০টার পূর্বে রাস্তায় অবস্থান না করার জন্য ও যান চলাচলে বাধাবিঘ্ন সৃষ্টি হয় এমন কোন প্রকার কাজ করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হচ্ছে।
আরো বলা হয়েছে, সর্বোপরি, কোন ভাবেই যেন দেশনেত্রীর দেশে ফিরে আসার শুভক্ষণে কোন প্রকার জনদুর্ভোগ বা পরীক্ষার্থীদের চলাচলে বিঘ্ন না ঘটে সেদিকে সার্বক্ষণিক নজর রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের অঙ্গ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের প্রতিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নেতৃদ্বয় অনুরোধ জানিয়েছেন।