‘মার্চ ফর গাজা’ বিক্ষোভ সমাবেশ, অংশ নিতে অনুরোধ আহমাদুল্লাহ-আজহারির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী।
সোমবার (৭ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক ভিডিও বার্তায় তারা জানান, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।
বার্তায় তারা বলেন, “শতাব্দির এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব।”
আরও বলেন, “মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা নির্বিশেষে সকলকে আমি এই গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।