নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়ে যা বললেন শান্ত

গত বছরে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টির দায়িত্বভার ছেড়ে দেন তিনি। যদিও এ নিয়ে এতদিন আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের আগে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল দেশের ক্রিকেট। তবে শান্ত দলে থাকলেও লিটন দাসকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে।
ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শান্ত। ওই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন। উইকেটকিপার এই ব্যাটারের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত উইকেটকিপার এই ব্যাটারকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।
এদিকে লিটন দায়িত্ব পাওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত লেখেন, 'অভিনন্দন লিটন (ভাই)। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে, বাংলাদেশ দল।'
পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। এই সিরিজে নিজের ডেপুটি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে পাচ্ছেন তিনি। আসন্ন পাকিস্তান সফরেও মেহেদীকে নেতৃত্ব দেওয়া হয়েছে।
এভাবে আরো কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এরপর সেখান থেকে একজনকে বেছে নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তার ভাষ্যমতে, 'এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।'