রাস্তায় নিপীড়নের শিকার হলে স্বপ্নের আউটলেটে আশ্রয় নিতে পারবেন নারী

স্বপ্ন লোগো
স্বপ্ন লোগো

দেশে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া যৌন সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। এমন পরিস্থিতিতে নারীদের সুরক্ষার কথা চিন্তা করে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সুপারশপ ব্যান্ড স্বপ্ন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের শপগুলোয় আশ্রয় দেওয়ার মাধ্যমে সহযোগিতা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।  

পোস্টে বলা হয়েছে, নারীর পাশে স্বপ্ন। পথে ঘাটে যদি কোনো নারী অশোভন আচরণের শিকার হন বা বিপদ আঁচ করতে পারেন তাহলে নিকটস্থ স্বপ্ন আউটলেটে আশ্রয় নিন। আপনাকে সহযোগিতা করতে পাশে থাকবে স্বপ্ন।

স্বপ্নের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন নেটিজেনরা। পোস্টটির কমেন্টে রেজোয়ানা পাঠান অনামিকা এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আলহামদুলিল্লাহ স্বপ্ন এর ভালো কাজের উদ্যোগ গুলো প্রশংসনীয়। আরো ভালো ভালো কাজের মাধ্যমে মানুষের মাঝে থাকুক অনন্তকাল।

শাকিল আরেফিন নামে আরেক ব্যবহারকারী লিখেন, স্বপ্নকে ভূয়সী প্রশংসা করলে কম হবে স্বপ্ন আমাদের মা-বোনদের পাশে থাকার যে অঙ্গীকার করেছে তা অত্যন্ত ভালো উদ্যোগ ও সামাজিক ভাবে তা প্রতিষ্ঠিত হবে বলে আশা রাখছি।


সর্বশেষ সংবাদ