৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল

ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল
ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আতাল। তিনিই হচ্ছেন দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীর পদে ছিলেন গ্যাব্রিয়েল আতাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে মঙ্গলবার (৯ জানুয়ারি) জানা যায়, প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারের রদবদলের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

গ্যাব্রিয়েল আতাল (৩৪) আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস।

গত বছর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের পর গ্যাব্রিয়েল আতালের প্রথম পদক্ষেপ ছিল দেশটির স্কুলগুলোতে মুসলিম নারী শিক্ষার্থীদের আবায়া নিষিদ্ধ করা। এ পদক্ষেপের জন্য বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও, অনেক রক্ষণশীল ভোটারদের মাঝে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিল।

এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। দায়িত্ব গ্রহণের ২০ মাস পর বর্নি পদত্যাগ করেন। ২০২২ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তাঁর আগে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 

আরও পড়ুন: পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

গ্যাব্রিয়েল ২০১৭ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিতর্কের ক্ষেত্রে বেশ পটু ছিলেন তিনি। আর এ গুণের কারণে ম্যাক্রোঁর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। 

২০২০ সাল থেকে ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন তিনি। আগামী জুনে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন। ওই নির্বাচনে ফরাসি সরকারের নেতৃত্ব দিতে হবে তাঁকে।


সর্বশেষ সংবাদ