শিক্ষকদের অনৈতিকতার দিকে ঠেলে দিয়ে কীভাবে সৎ মানুষ গড়বেন?
- অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

কার্জন হল থেকে উবার পাচ্ছিলাম না, তাই সিএনজিচালিত অটোরিকশায় রিকোয়েস্ট দিয়ে তাতে যাচ্ছিলাম। গাড়িতে ওঠা মাত্রই চালক বলল, ‘আপনি খুব স্মার্ট’। এমন মন্তব্যে একটু থমকে গেলাম। তাই তার দিকে তাকিয়ে একটু পরখ করে দেখলাম। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র বয়সী এবং ও নিজেও বেশ স্মার্ট। সাথে সাথেই জিজ্ঞেস করল, আমি কি শিক্ষক কিনা।
আমার উত্তরের পর বলল, শিক্ষকদের এমনই হওয়া উচিত। শিক্ষকরা স্মার্ট না হলে ছাত্ররা স্মার্ট হওয়া শিখবে কার কাছ থেকে? এইবার আমি ওকে প্রশ্ন করলাম, তোমার লেখাপড়া কতটুকু। বলল, পড়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু করোনার কারণে পরিবারে আর্থিক বিপর্যয়ে হাল ধরতে গিয়ে কলেজে আর ফিরে যাওয়া হয়নি।
আরো বলল, আমার প্রাথমিক স্কুলের শিক্ষকদের মনে হলে খুব কষ্ট হয়। জামা-কাপড়, বেশভূষা সবই এত গরিবানা যে, দেখলে শিক্ষক শিক্ষক লাগে না। বলল, ‘স্যার কাপড়-চোপড়, চলাফেরা- এগুলো বেতনের সাথে সম্পর্কিত! ভালো বেতন দিলে স্মার্ট মানুষেরা শিক্ষকতায় আসবে আর চাকুরীতে এসে আরও স্মার্ট হবে।’
শেষে বলল, লেখাপড়া করার অনেক ইচ্ছে ছিল। এখন একমাত্র স্বপ্ন, ‘ছোট ভাইটাকে লেখাপড়া করিয়ে তার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ করব’। আমার মনে হয় না, উন্নত দেশে এমন মানুষ পাওয়া যাবে, যে নিজের স্বপ্ন সেকরিফাইস করে ভাইকে মানুষ করবে আবার, একই সাথে এই বয়সে পরিবারের হাল ধরবে।
আরো পড়ুন: স্কুল দ্বাদশ শ্রেণি পর্যন্ত করে বিসিএস ক্যাডার নিয়োগ দিলে শিক্ষার মান বাড়বে
ছোট এই ছেলেটি লেখাপড়া ও শিক্ষকদের মর্ম বুঝতে পারে। কিন্তু ৫৩ বছরেও আমরা এমন সরকার পেলাম না, যারা এটা বুঝতে পারে। উন্নত দেশের কথা বাদ দেন। শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেও বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন সবচেয়ে কম। শুধু বেতন কম না। সম্মানও তলানিতে। প্রাথমিক শিক্ষকদেরকে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রাখা হয়েছে। এই দেশ কিভাবে সভ্য হবে? এই কম বেতন ও কম সম্মান দিয়ে শিক্ষকদের অনৈতিকতার দিকে ঠেলে দিয়ে আপনি কীভাবে সৎ মানুষ গড়বেন?
এ বেতন দিয়ে আওয়ামী লীগ সরকার ভেবেছিল, ফিনল্যান্ডের কারিকুলাম দিয়ে বাংলাদেশের শিক্ষাকে ফিন্ডল্যান্ডের মতো বানিয়ে ফেলবে। দেশের মানুষকে বলদ না মনে করলে এমন ন্যারেটিভ কীভাবে খাওয়ায়। আমাদের বুদ্ধিজীবীরাও তেমন। ফিনল্যান্ডের কারিকুলাম ঠিক রেখে ফিন্ডল্যান্ডের শিক্ষককে বাংলাদেশের শিক্ষক দিয়ে প্রতিস্থাপিত করলে সেই দেশের শিক্ষা বাংলাদেশের চেয়েও খারাপ হয়ে যেত। আসল জায়গায় হাত না দিয়ে এমন জায়গায় হাত দেয়, যেন দুর্নীতি করা যায়।
লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(ফেসবুক থেকে নেওয়া)