১৭তম শিক্ষক নিবন্ধনে গ্রন্থাগার শিক্ষকদের অন্তর্ভূক্তিতে অনুমোদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪১ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ AM

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ নিয়োগে দুটি পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক অনুষ্ঠিতব্য সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এ সহকারি শিক্ষক ( গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদ দুটি অন্তর্ভুক্তির লক্ষ্যে উল্লেখিত দুই পদের জন্য সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আলাদাভাবে আবেদন গ্রহণ করার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
প্রসঙ্গত, বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে গ্রন্থাগারিকদের পদের নতুন নাম ‘গ্রন্থাগার প্রভাষক’ এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যটালগারদের পদের নতুন নাম ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)’ করা হয়েছে। তবে এতে নতুন প্রশ্ন সামনে আসে। এরপর আজ নির্দেশনা দিয়ে পদগুলোতে নিয়োগের দায়িত্ব এনটিআরসিএকে দেয়া হয়।