জুলাই শহীদ সেলিমের প্রথম উত্তরাধিকার এলো বাবাহীন পৃথিবীতে
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৫, ১২:৪৯ PM

ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার (২৮)। নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরে ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জুলাই রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অথচ এর তিন দিন পরই ছিল তার (৪ আগস্ট) প্রথম বিবাহবার্ষিকী। আর ৮ আগস্ট স্ত্রী সুমী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।
শনিবার (৮ মার্চ) রাতে মৃত্যুর সাত মাস সাত দিন পর জুলাই শহীদ সেলিমের উত্তরাধিকার আসলো বাবাহীন পৃথিবীতে। ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন সেলিমের স্ত্রী সুমী আক্তার।
সুমি আক্তার বলেন, ‘আমার স্বামী শহীদ হয়েছেন। তার স্মৃতি হিসেবে এই সন্তানই আমার কাছে থাকবে। আমার একটাই চাওয়া আমার সন্তানের যেন কারও কাছে হাত পাতা না লাগে। আমি যতদিন বাঁচবো শহীদ সেলিমের স্ত্রী হিসেবে বাঁচবো। সন্তানকে তার পরিচয় দিয়ে মানুষ করবো।’
ছেলের শোকে এখনো কাতর মা সেলিনা বেগম। তিনি বলেন, এখন যদি সেলিম বেঁচে থাকতো তাহলে প্রথম সন্তান, কত আনন্দ পেতো। তা সেলিমের ভাগ্যে নেই।
তিনি আরও বলেন, ‘আমার ছেলের চিকিৎসার পেছনে প্রায় ১৮ লাখ টাকার মতো খরচ হয়েছে। ধারদেনা করে এসব টাকা জোগাড় করেছি। সেই টাকা এখনো পরিশোধ করতে পারিনি। আমরা চাই আমার ছেলেকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হোক।’
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জুলাই -আগস্ট বিপ্লবে তালিকাভুক্ত শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার শনিবার রাতে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে শুনেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খোঁজ খবর নিতে বলেছি।
তিনি আরও বলেন, ক্লিনিক্যাল যাবতীয় খরচ জেলা প্রশাসন বহন করবে এবং রবিবার (৯ মার্চ) আমরা ক্লিনিকে নবজাতককে দেখতে যাব।