ঢাকার ৭ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা

জামায়াতে লোগো
জামায়াতে লোগো

আসন্ন নির্বাচনে ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে প্রার্থিতা করবেন বলে জানা গেছে। জামায়াতের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।  

তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে কেন্দ্র থেকে তারা এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এটি তাদের প্রাথমিক বাছাইয়ের অংশ, যা দলটি ৩০০ সংসদীয় আসনেই নিয়েছে। সবগুলো আসনেই সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে। 

ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- ঢাকা-১১ আসনে অ্যাড. আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন ও ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান।

এছাড়া ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনের জন্য অধ্যক্ষ আশরাফুল হককে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।


সর্বশেষ সংবাদ