জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক টি হায়দার সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব মো. আনিসুর রহমান খানের সিদ্ধান্তে সজিবকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় সংগঠন নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সততা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সজিবকে দল থেকে বহিষ্কার হয়েছে। যদি পরবর্তীতে কেউ এ ধরনের কাজে যুক্ত থাকে, তাহলে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।’