চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুর করলেন মুক্তিযোদ্ধা
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

সাতক্ষীরা শহরের পাকাপোল মোড় এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা ক্যান্টিনের স্বত্বাধিকারী দেছার গাজীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বীর মুক্তিযোদ্ধা শফি মোল্লার বিরুদ্ধে। চাঁদার টাকা না দেওয়ায় হোটেলের আসবাবপত্র ভাংচুরেরও অভিযোগ করেন ভুক্তভোগী হোটেল মালিক। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী দেছার গাজী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী দেছার গাজী বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে পাকাপোল মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের নিচতলায় একটি রুম ভাড়া নিয়ে হোটেল পরিচালনা করে আসিছ। পূর্বে নিয়মিত মুক্তিযোদ্ধা সংসদের কমিটিকে ভাড়া পরিশোধ করলেও সম্প্রতি কমিটি বিলুপ্ত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যাংক চালানের মাধ্যমে মাসিক ভাড়া পরিশোধ করছি।’
আরো পড়ুন: ‘আগে ছাত্রলীগ করত, এখন ছাত্রদল করে— এমন ২১টি ঘটনা পেয়েছি’
তিনি আরো বলেন, ‘ধুলিহর তালতলা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শফি মোল্লা দীর্ঘদিন ধরে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দেওয়া হতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে শফি মোল্লা হোটেলে এসে টাকা দাবি করেন। টাকা না পেয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হোটেলের বিভিন্ন আসবাবপত্র ও তৈজসপত্র ভাঙচুর করেন।’
এ বিষয়ে জানতে একাধিকবার শফি মোল্লার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’