ক্যান্সার আক্রান্ত স্ত্রী, জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

জহিরুল আলম জসিম
জহিরুল আলম জসিম

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় পুলিশের কাছে ধরা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম। বুধবার (৫ মার্চ) গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ১৭ ফেব্রুয়ারি ৬টার দিকে আকবরশাহ এলাকায় অবস্থিত ১৩ তলা একটি ভবন ঘিরে ফেলে। তাদের কাছে তথ্য ছিল, সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম সেখানেই লুকিয়ে আছেন। পুলিশের সঙ্গে 'সমন্বয়ক' পরিচয় দেওয়া কিছু যুবক এবং স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী সেখানে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের উদ্দেশ্য ছিল জসিমকে গ্রেপ্তার করা। কিন্তু পাঁচ ঘণ্টার অভিযানে তার কোনো সন্ধান মেলেনি। তখন 'সমন্বয়ক' পরিচয়ধারী যুবকদের সাথে বিএনপি কর্মীরা পুলিশের ওপর চাপ দিতে থাকে, জসিমকে না পেলে তার পরিবারের কাউকে ধরে নিয়ে যেতে হবে। পরিস্থিতি আরও জটিল হয় যখন এদের মধ্যে কিছু ব্যক্তি ভবনের বিভিন্ন ফ্ল্যাটে প্রবেশ করে এবং আলমারি ও ওয়্যারড্রোব খুলে দেখতে থাকেন। অনেকে সন্দেহ করছিলেন, জসিম ভবনের কোথাও বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রেখেছেন। অবশেষে, রাত ১২টার দিকে পুলিশ ভবনটি ত্যাগ করে। এর আগে ভবনের একটি ফ্ল্যাট থেকে  জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৫ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 


সর্বশেষ সংবাদ