১৬ বছর পর আজ কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ জওয়ান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পেয়ে ১৬ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিডিআরের ১৬৮ জওয়ান। বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনেরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চারটি কারাগার থেকে মুক্তি পান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি জানান, কারা কর্তৃপক্ষ ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে। এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে।
কারাসূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন বিডিআর হাজতি মুক্তি পেয়েছেন। এছাড়া কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।