বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসনে পাশে দাঁড়ালো এশিয়ান ইউথ সেন্টার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫২ PM

গত বছর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানির স্রোতে অসংখ্য মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। বন্যার পানিতে ক্ষতির মুখে পড়া কুমিল্লা জেলার দুটি পরিবারের পুনর্বাসনে পাশে দাড়িয়েছে এশিয়ান ইয়ুথ সেন্টার বাংলাদেশ। সহায়তার ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ক্ষতিগ্রস্তদের প্রাধান্য দেয়া হয়।
সংগঠনটির উদ্যোগে কুমিল্লা জেলার বুড়িচং থানায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে বাড়ি পুনর্নির্মাণ ও নতুন বাড়ি তৈরিতে সহায়তা করা হয়। পরিবার দুটিতে একাধিক বিশেষ চাহিদা সম্পন্ন সদস্য রয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) নতুন বাড়ি তৈরির জন্য পরিবারের কাছে অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এশিয়ান ইয়ুথ সেন্টারের বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং নির্বাহী পরিচালক মিসেস খায়রুন নাহার।
এ বিষয়ে অধ্যাপক হুমায়ুন কবির বলেন, কুমিল্লা অঞ্চলের হঠাৎ বন্যায় এই অঞ্চলের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই বন্যার সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন, কিন্তু তাদের যে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে তা নিরসনে উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যায়নি। ফলে আমরা এশিয়ান ইয়ুথ সেন্টারের সীমিত সাধ্যের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এবারের পুনর্বাসন কার্যক্রমে বিশেষ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এশিয়ান ইয়ুথ সেন্টার ১৯৮৪ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি যুব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন তথা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সংগঠনটি জাতিসংঘের তালিকাভুক্ত একটি সংগঠন এবং বিশ্বের আটটি দেশে ১১ টি শাখার মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।